
ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়।
ঠিক কোন বিষয় নিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে ইউনুসের ? বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেই সঙ্গে সেনাবাহিনীর বর্তমান কাজকর্ম সম্পর্কে মহম্মদ ইউনুসকে জানিয়েছেন সেনাপ্রধান। বাংলাদেশের উন্নয়ন ও অস্থিরতা কাটানোর জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। বৈঠকে সেনাবাহিনীর অবদান ও ভূমিকার প্রশংসা করেন ইউনুস।
সূত্রের খবর, সেনাপ্রধান ও ইউনুসের বৈঠকে জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা নিয়ে আলোচনা হয়। জখম ছাত্র জনতার চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সে বিষয়টি ওয়াকার উজ জামান মহম্মদ ইউনুসের সামনে তুলে ধরেন। উল্লেখ্য, গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। সরকার বিরোধী সেই প্রতিবাদ আন্দোলনে নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনার পুলিশ। যার ফলে বহু তরুণ ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যু হয়। জখমও হয়েছেন অনেকে। যদিও পরে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী।