স্পোর্টস ডেস্ক :সাকিবের প্রশংসা করা উচিত ইডেনে নামার আগে বললেন তাসকিন
কোজাগরী লক্ষ্মীপুজোয় ইডেনে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। এটাই ইডেনে চলতি বিশ্বকাপের বোধন। এপার বাংলা ওপার বাংলার একটা মেলবন্ধন তো আছেই। তবে বাংলাদেশের সমস্যা একের পরে এক হার আর অধিনায়ক সাকিব আল হাসানের হটাৎ দেশে ফিরে যাওয়ার মত সমস্যা রয়েছে। এদিন সাকিব অনুশীলনে এলেন শনিবারের ম্যাচে খেলবেন। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ জানালেন,সাকিব ইস্যুতে বললেন, ওতো দেশে অন্য কিছু করতে যায়নি। ওর ব্যাটিং ভালো হচ্ছিলো না সেই কারণে গেছিল। টিম ম্যানেজমেন্ট তাঁকে অনুমতি দিয়েছিল বলেই ও দেশে ফিরেছিল। কলকাতা থেকে কাছে থাকায় দেশে গিয়েছিল। ক্রিকেটের জন্যই অবশ্য গিয়েছিল। তাই সমালোচনা না করে বরং প্রশংসা করা উচিত।আশা করি ও ফর্ম ফিরে পাবে ।আগামী ৪টে ম্যাচের মধ্যে কালকের ম্যাচে মূল ফোকাস রয়েছে।
ইডেন নিয়ে তাসকিন জানালেন,ইডেনে বেশি খেলার সুযোগ পাইনি বলে আফসোস আছে। আমরা ভারতে খেলতে ভালোবাসি। আমি আগেও এখানে খেলেছি। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলেছি। কিন্তু এখানে আরও বেশি খেলতে চাই। বোলারদের খুব বেশি কিছু করার নেই। বেশিরভাগ ভেনুতেই ব্যাটিং পিচ। আমরা প্রথমে বল করতে চাই। সাফল্য পাওয়ার জন্য আমাদের দক্ষতা বদল করতে হবে। এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা রয়েছে।
প্রতিপক্ষ নেদারল্যান্ডস নিয়ে তাসকিন জানালেন,নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। প্রতিপক্ষ নিয়ে আগাম কিছু বলা যায় না। আশা করব ঘুরে দাঁড়াব আমরা। ভালো খেলব। নেদারল্যান্ডস জায়ান্ট কিলার। ম্যাচটা কঠিন হতেই পারে। হেরে গেলে প্রতিটা ম্যাচই কঠিন হয়। জেতার মানসিকতা বজায় রাখতে হবে। জিততে চাই শুধু বললে হবে না। ফোকাস বজায় রেখে সেটা কাজে করে দেখাতে হবে।