
ওঙ্কার ডেস্ক: ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ ছেড়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট ঢাকা থেকে পালিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ইতিমধ্যে ভারত সরকারকে চিঠি লিখেছে। এবার তাঁর ভিসার মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্র সরকার।
বিষয়টি নিয়ে ভারতের সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, শুধুমাত্র ভারতে শেখ হাসিনার অবস্থানকে সহজ করার জন্য ভিসা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে শরণার্থী ও আশ্রয় সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই। তাই ‘শেখ হাসিনাকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে’ বলে যেসব খবর ছড়াচ্ছে তা সঠিক নয় বলে দাবি করা হয়েছে ভারতের তরফে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনে স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে।
প্রসঙ্গত গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের তরফে ভারতের বিদেশ মন্ত্রকে একটি আনুষ্ঠানিক নোট পাঠিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হয়েছে। জুলাই মাসে বলপ্রয়োগ ও হত্যার অভিযোগে শেখ হাসিনা-সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ।
ভিডিও দেখুন-