
আল সাদি,ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে শেষমেষ গতকাল সোমবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করেই তিনি দেশ ছেড়েছেন। আর এ কারণে গতকালই দেশের পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে।
শেখ হাসিনার পদত্যাগের পরও শান্ত হয়নি দেশ। বরং আরও যেন উত্তাল হয়ে উঠেছে। একের পর এক সংঘাতে সারাদেশে শতাধিক মৃত্যুর খবরও পাওয়া গেছে। পুলিশের গুলি, গণপিটুনি ও অগ্নিসংযোগে অন্তত ১৩৫ জন নিহত হয়েছেন।
আগের দিন, রোববার, আওয়ামী লীগের সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের কারণে পুলিশের গুলিতে অন্তত ৯৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার রাজধানীর উপকণ্ঠে সাভার ও ধামরাই এলাকায় পুলিশ ও দুর্বৃত্তদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
পুলিশ টিয়ারশেল ও বুলেট নিক্ষেপ করলে আরো ৫০ জন আহত হয়। গুলিবিদ্ধদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বেসামরিক পোশাকধারী ব্যক্তিদের বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর পরে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। উত্তরা পূর্ব থানা থেকে গুলি ছোড়া হয়। এর প্রতিক্রিয়ায় শত শত বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়।