
ওঙ্কার ডেস্ক: রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সময়ে বাংলাদেশের বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভেঙে ফেলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। এরপর ক্ষমতাসীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস।
সূত্রের খবর, ইউনুসের নেতৃত্বাধীন সরকার এবার শেখ মুজিবুর রহমানের পরিবারের নামাঙ্কিত বাংলাদেশের ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিয়েছে। বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির নাম পাল্টানোর সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-সহ শেখ পরিবারের সদস্যদের নামাঙ্কিত মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শীঘ্রই এসম্পর্কে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
কোন কোন বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে নতুন নাম কী হবে, সেসম্পর্কে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হচ্ছে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’, এছাড়া নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হচ্ছে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’, আর মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয়’।
এছাড়া গাজিপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হবে ‘গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম দেওয়া হচ্ছে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’, জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ হবে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হচ্ছে ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। একইভাবে
নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম-সহ বাংলাদেশে অবস্থিত একাধিক বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ হতে চলেছে।