
শুভম কর্মকার,বাঁকুড়া:
বসন্তের শুরুতেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল পাহাড়ের লাল পলাশ ।, বৃহস্পতিবার দিনরাত আগুনে পুড়লো শুশুনিয়া পাহাড়, শুক্রবার ভোরে নিয়ন্ত্রণে আসে আগুন।শীতের শেষ ও বসন্তের শুরুতে শুশুনিয়া পাহাড়ে লাল পলাশের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাতে শুরু করেছেন দূর দূরান্তের পর্যটকরা। আর এই সময়ই আগুনে লেলিহান শিখা গ্রাস করল শুশুনিয়া পাহাড়কে। বৃহস্পতিবার সকাল নাগাদ পাহাড়ের পূর্ব দিকে ব্যাপক পরিমাণে আগুনের ধোঁয়া নজরে আসে স্থানীয়দের। খবর পেয়ে ছাতনা বনদপ্তরের একটি টিম এসে পৌঁছায় আগুন নেভানোর জন্য। বেলা গড়িয়ে সন্ধ্যে হলেও নেভানো যায়নি আগুন, ছড়িয়ে পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশে। রাত যত গড়াতে থাকে আগুনে লেলিহান শিখার দাপট বাড়তে থাকে পাহাড় জুড়ে। বনদপ্তরের একের পর এক টিম পৌঁছে যায় পাহাড়ের চূড়ায়। তবুও আগুন নেভাতে বেগ পেতে হয় বনদপ্তরকে। বনদপ্তর এর কর্মীরা ফায়ার ব্লোয়ার নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও রাত্রের দিকে পাহাড়ে বাতাসের ঝাপটা আগুনকে আরো কয়েকগুণ বাড়িয়ে তোলে। যার ফলে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় বনকর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত ছিল দমকলের একটি ইঞ্জিন। শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি, সিগারেটের আগুন অথবা রান্নার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান বনবিভাগের কর্মীদের।
ভিডিও দেখুন-