
দেবল দেবশর্মা, শ্রীনগরঃ উপত্যকায় ফের জঙ্গি হামলা। রবিবার সাতসকালেই জম্মু-কাশ্মীরের বারামুল্লায় হামলা চালায় জঙ্গিরা। মসজিদে আজান চলাকালীনই জঙ্গিরা হামলা চালায়। গুলিবিদ্ধ হন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
রবিবার সাতসকালেই জম্মু-কাশ্মীরের বারামুল্লায় হামলা চালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের গুলিতে গুলিবিদ্ধ হন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। নিহত অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর নাম মহম্মদ সাফি। শেরি বারামুল্লার কাছে গান্তমুল্লায় একটি মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন মহম্মদ সাফি। আজান চলাকালীন তাঁকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। মসজিদেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা মহম্মদ সাফিকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে খবর, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তপাতের কারণে তাঁর মৃত্যু হয়। কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, জঙ্গি হামলার খবর পেয়েই বারামুল্লা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি অভিযান।