
স্পোর্টস ডেস্ক : —————————-প্রতিবারের মত এবারও নববর্ষতে বারপুজোর মাধ্যমে হয়ে গেলো মরসুমের শুরু। কলকাতার দুই প্রধানও তার ব্যতিক্রম নয়। মোহনবাগান যেমন সোমবারে মুম্বই এফসি ম্যাচে জয় পেয়ে লিগ শিল্ড ঘরে তুলতে চায় ঠিক তেমনই ইস্টবেঙ্গল আগামী মরসুমে আরও ভালো দল গঠন করতে চায়। বাগান সচিব দেবাশিস দত্ত আবার এদিন বল পুজো করলেন। তিনি বললেন,’বল পুজো করলাম তার কারণ হল ২২ জন প্লেয়ার যে মাঠে লড়াই করে বলটার জন্যই তো। আমাদের এই মরসুমে প্রতিজ্ঞা থাকবে সোমবারের মুম্বই ম্যাচটা জিতে লিগ শিল্ডটা জেতা কারণ কোনোদিন আমরা লিগ শিল্ড জিততে পারিনি।ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আবার শোনালেন সমর্থকদের আশার বাণী।তিনি বললেন,’আগামী মরসুমে আমাদের ভালো ফুটবলার নেওয়ার চিন্তাভাবনা চলছে। দরকার হলে ট্রান্সফার ফ্রি দিয়ে অন্য দল থেকে ভালো মানের ফুটবলার নেব। তবে এবার বাজেটা কোনো সমস্যা হবে না বলে বিশ্বাস করি।’বরাবরের মত এদিনও দুই ক্লাবেই সমর্থকদের ভিড় উপচে পড়ে। ইস্টবেঙ্গলের বারপুজোয় আবার উপস্থিত ছিলেন কোচ কার্লস কুয়াদ্রাত। টিমের তারকা ফুটবলার সৌভিক, ক্লেটন সিলভারা। চলে খাওয়া দাওয়াও। ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত বললেন,’গত বছরের তুলনায় নতুন বছর ভালো কাটবে আশা করি। ট্রফি জয়ের আশা থাকবে। আমরা চেষ্টা করব নতুন বছরে যেন শীর্ষ চারে থেকে শেষ করতে পারি। ক্লাবকে ট্রফি দেওয়ার প্রত্যাশা থাকবে। ভালো পারফর্ম করার প্রত্যাশা থাকবে।’এছাড়া এরিয়ান সহ অন্য বাকি ময়দানের ক্লাবগুলোতেও এদিন হল বারপুজো।