
প্রতীতি ঘোষ , ব্যারাকপুর: গত ১৫ জুন ভর দুপুরবেলা প্রকাশ্যে বেলঘরিয়া রথতলায় ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে ২জন দুষ্কৃতিকে স্পষ্ট দেখা যায়। ভরদুপুরে জনবহুল বিটি রোডের উপর ঘটা এই ঘটনা স্বাভাবিক ভাবেই ভয় পাইয়ে দিয়েছিল সকলকেই।
এই ঘটনায় প্রথমে পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও পরবর্তীতে সাহিল কুমার সিং নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর এই ঘটনায় জড়িত আলতাব রাজা নামে আরেকজনের নাম উঠে আসে। হাওড়া থেকে সোমবার এই কুখ্যাত দুষ্কৃতকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে একাধিক ধারায় মামলা দিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।