
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর : ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হযে পড়ছিল একের পর এক জুট মিল। আর মিল বন্ধ হওয়া নিয়ে চলছিল রাজনৈতিক চাপানউতোর. কেন্দ্রকে দায়ী করেছে রাজ্য সরকার। তাদের দাবি ছিল, কেন্দ্র যে পরিমাণ পাট জাত দ্রব্য রাজ্যের জুট মিল থেকে নিত, বর্তমানে প্লাস্টিক জাত দ্রব্যের দিকে ঝুঁকে সেই পাট জাত দ্রব্য বা পাটের ব্যাগের বরাত কমিয়ে দিচ্ছিল কেন্দ্র। ফলে মিল গুলো বন্ধ হয়ে যাচ্ছিল।
এবার সেই সমস্যা মেটাতে রাজ্য সরকারের হয়ে এগিয়ে আসেন নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। সংসদে বারংবার জুট শিল্পকে বাঁচানোর পক্ষে সাওয়াল করতে দেখা গেছে পার্থকে। তার সেই প্রচেষ্টায় সিলমোহর দিয়ে রাজ্যের জুট মিল ও জুট শ্রমিকদের জন্য সুখবর দিল কেন্দ্র। আগামীতে কেন্দ্রের তরফ থেকে জুট ব্যাগের বরাতের পরিমাণ ১০০ শতাংশ করা হবে এবং সেই সঙ্গে জুট ব্যাগের দাম বাড়িয়ে দেওয়ার কথা চিঠি দিয়ে জানিয়ে দিল কেন্দ্র সরকার। কেন্দ্রের এই ঘোষণায় খুশি সাংসদ পার্থ ভৌমিক।