
ওঙ্কার ডেস্ক : ভোটের দিন সকাল থেকেই দফায় দফায় উত্তাল হয়ে উঠল ব্যারাকপুর. আমডাঙায় এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং. তাঁর আরও অভিযোগ, পার্থ ভৌমিক গতকাল রাতে টাকা বিলি করেছেন ভোটারদের মধ্যে.
সোমবার সকালে ব্যারাকপুর কাউগাছির দুটি এলাকায় ৪৯,৫০,৫১ নম্বর বুথে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। বিজেপির এজেন্টদের বুথে ঢোকাতে গেলে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা তাকে বাধা দেন বলে অভিযোগ। প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়.
কাউগাছির পর টিটাগড়. ফের তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং. বুথ জ্যামের খবর পেয়ে সেখানে যান তিনি. তাঁকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। এরপর অর্জুনের সমর্থনে জড়ো হন বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে.
অন্যদিকে, ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাগচী. সেই সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা. এরপর বিক্ষোভের পাশাপাশি শুরু হয় ধাক্কাধাক্কি বিজেপি নেতা কৌস্তব বাগচী অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুথ জ্যাম করা হচ্ছে. এরপর তাঁর উপর হামলা করা হয় বলেও অভিযোগ. ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ. খবর পেয়ে উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী.
অন্যদিকে, বনগাঁ লোকসভা কেন্দ্রের কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাই স্কুল বুথ নম্বর ২৭১-এ ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরপরই বুথে পৌঁছন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন শান্তনু. পাশাপাশি তিনি এও বলেন কেন্দ্রীয় বাহিনীকে ভুল ভাবে পরিচালনা করছে রাজ্য পুলিশ।
অপরদিকে, ফের হিংসার ঘটনা বনগাঁর গয়েশপুর বেদীভবনের কাছে। রাস্তার ওপর ফেলে মারধরের অভিযোগ বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একইসঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর। আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় ফেলে বিধায়ককে মারধর করে।
এছাড়াও, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে বুথে ঢুকতে দিলো না কেন্দ্রীয় বাহিনী । বুথের সামনে দাঁড়িয়ে রিটার্নিং অফিসারকে ফোন করে নালিশ বিশ্বজিতের। গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয় ১১৪ নম্বর বুথে ভোট প্রক্রিয়া দেখতে গিয়ে বুথের ভিতরে ঢুকতে বাধা পেলেন বনগাঁর তৃণমূল প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী বিজেপির অঙ্গুলী হেলনে চলছে এমনটাই অভিযোগ করেন তিনি।
গত লোকসভা ভোটে এই দুই কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে. এবার কি হতে চলেছে? বনগাঁয় কোন দিকে যাবে মতুয়া ভোট? ফ্যাক্টর হবে সিএএ ? কী হবে ব্যারাকপুরে ? জানা যাবে ৪ জুন.