
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর: ব্যারাকপুর কমিশনারের অন্তর্গত একাধিক জায়গায় চোর এবং ছেলে ধরা সন্দেহে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর করছে । সেই জন্য মঙ্গলবার ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে একাধিক জায়গায় মাইকিং করা হচ্ছে। জানানো হচ্ছে যে আইন নিজের হাতে না তুলে নেয়ার জন্য। আমরা দেখেছি একাধিক জায়গায় ছেলেধরা বা চোর সন্দেহে বেধরক মারধর করার পর অভিযুক্ত কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । ব্যারাকপুর কমিশনারের নগর পাল আলোক রাজুরিয়া তিনি নিজে জানিয়েছেন কোনো রকম আইন যাতে সাধারণ মানুষ নিজের হাতে না তুলে নেয়, এবং কোনরকম সন্দেহজনক কিছু দেখলে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দিতে হবে ।