
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: চাকরিপ্রার্থী যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য এক কর্ম মেলার আয়োজন করা হলো ব্যারাকপুরে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবারও এই কর্মমেলার আয়োজন করেছেন ব্যারাকপুর পুরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস।নোনা চন্দনপুর অ্যাথলেটিক ক্লাবে পর পর ৩ বছর এই কর্মমেলা করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। এই কর্মমেলায় উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম। এই কর্ম মেলা সম্পর্কে পার্থ ভৌমিক বলেন এটা খুব ভালো উদ্যোগ।অনেক যুবক ও যুবতীরা এখানে নাম লিখিয়ে পরে কাজ পেয়েছেন।এই ধরনের উদ্যোগ যত বাড়বে ,রাজ্যের মানুষ ততই উপকৃত হবেন।এই উদ্যোগের প্রশংসা করেছে বিধায়ক রাজ চক্রবর্তীও।