
ওঙ্কার ডেস্ক:গরু ও কয়লা পাচারের পর এবার রেশন দুর্নীতিতেও নাম জড়ালো জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বসিরহাটের আব্দুল বারিক বিশ্বাসের। মঙ্গলবার সকাল থেকে আবদুলের বসিরহাট ও রাজারহাটের বাড়ী এবং অফিসে তল্লাশি শুরু করেছে ইডির ৯ সদস্যের একটি দল। তার বাড়ী ঘিরে রেখেছে সিআরপিএফ এবং বি এস এফের জওয়ানরা।
বসিরহাটের সংগ্রামপুরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের একটি বিশাল বাড়ি রয়েছে । মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই সেখানে হাজির হয় ইডির একটি বিরাট দল। এরপর আব্দুল বারিকের সেই প্রাসাদোপম বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা।উল্লেখ্য
গরু ও কয়লা পাচার মামলায় একাধিকবার নাম জড়িয়েছে এই আব্দুল বারিক বিশ্বাসের। সিআইডি এর হাতে গ্রেফতারও হন তিনি। অন্যদিকে সোনা পাচার মামলায় ১০ বছর আগে আব্দুল বারিক বিশ্বাস গ্রেফতার হয়েছিলেন। সূত্রের খবর, সেই আব্দুল বারিক এবার রেশন দুর্নীতি মামলায় তদন্তকারীদের স্ক্যানারে। তাঁর বাড়ির পাশেই একটি রাইস মিল রয়েছে। সেখানেও এদিন তল্লাশী শুরু করেন ইডির আধিকারিকরা।