
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জঃ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই অব্যাহতি চেয়ে দলকে চিঠি দিলেন উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে জেলাজুড়ে। যদিও পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণেই তিনি অব্যাহতি চেয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। তবে তিনি দলের সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। আর প্রার্থী ঘোষণা হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই দল থেকে অব্যাহতির কথা ঘোষণা করেন বাসুদেব সরকার। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণেই তিনি অব্যাহতি চেয়েছেন বলে, দাবি করেন বাসুদেব।
এদিকে, তৃণমূল থেকে দল পরিবর্তন করে আসা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়ে ক্ষোভ তৈরী হয়েছে গোটা বিজেপির ভেতরে বলে সূত্রের খবর। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রার্থী মানস ঘোষ।