
নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় হয়েছে ভারতের। এই হার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে কংগ্রেস, তৃণমূল সহ বিভন্ন বিরোধী দল। এবারে ফাইনালে হারের কারণ নিয়ে নয়া তত্ত্ব দিলেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তেলেঙ্গানায় একটি জনসভায় বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের হেরে যাওয়া নিয়ে হিমন্তের ব্যাখ্যা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে ওই ম্যাচ হয়েছিল বলেই সেদিন হেরেছে ভারত।