
সোমনাথ মুখোপাধ্যায়ঃ সিপিআইএমের সাধারণ সম্পাদকের পদ কে দায়িত্ব নেবেন! তা নিয়ে জল্পনা চলছিল। রবিবার কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর অন্তর্বর্তীকালীন বৈঠক সিদ্ধান্ত হল প্রকাশ কারাটকে কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাবেন। পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হবে পার্টি কংগ্রেস
সদ্য প্রয়াত হয়েছেন সীতারাম ইয়েচুরি। তাঁর অবর্তমানে ফাঁকা সিপিআইএমের সাধারণ সম্পাদকের পদ। কে দায়িত্ব নেবেন! তা নিয়ে জল্পনা চলছিল। রবিবার কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর অন্তর্বর্তীকালীন বৈঠক হয়। বৈঠকে সর্বসম্মতিতে প্রকাশ কারাটকে কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। দলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে ২৪ তম পার্টি কংগ্রেস বসবে মাদুরাইতে। সেখানেই পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ততদিন পর্যন্ত কো-অর্ডিনেটরের দায়িত্বভার সামলাবেন কারাট।
প্রসঙ্গত, গত সপ্তাহের শুক্র ও শনিবারও অনুষ্ঠিত হয়েছে সিপিএমের পলিটব্যুরোর বৈঠক। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আপাতত কাউকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদকের পদে বসানো হবে না। পলিটব্যুরোই দলের যাবতীয় দায়িত্বভার সামলাবে। শুধু পর্যালোচনা ও পথ নির্দেশের জন্য একজন কো-অর্ডিনেটর বাছাই করা হবে।
উল্লেখ্য, সিপিআইএম দল গঠন হওয়ার পর, এমন হয়নি যে সাধারণ সম্পাদক থাকাকালীন কোনও কেউ মারা গিয়েছেন।