
স্পোর্টস ডেস্ক :বিশ্ব ফুটবলের তারকা পতন। প্রয়াত জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছরে প্রয়াত হলেন তিনি।এদিন তার পরিবারের তরফ থেকে মৃত্যুর খবর জানান হয়।সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম বেকেনবাওয়ার। জার্মানি ফুটবলের আইকন। দেশের জার্সিতে ১০৪টি ম্যাচ খেলেছেন। ১৯৭৪ সালে তাঁর নেতৃত্বেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি। তার ১৬ বছর পর কোচ হিসেবেও বিশ্বকাপ জেতেন।২০১৫ সালে ছেলে স্টিফেন মারা যাওয়ার পর থেকে বেকেনবাওয়ারের শরীর ক্রমশ খারাপ হতে পারে। ক্রমশ সব কিছু ভুলে যেতে থাকেন। হৃদযন্ত্রের চিকিৎসাও চলছিল।১৯৭৪ বিশ্বকাপে দেশের মাটিতে পশ্চিম জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বেকেনবাওয়ারের অবদান ছিল সবচেয়ে বেশী। সেই বিশ্বকাপে তিনিই ছিলেন দেশের অধিনায়ক। তার দু বছর আগে জার্মানিকে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ট্রফি এনে দিয়েছিলেন। তিনিই বিশ্ব ফুটবলের প্রথম ব্যক্তি যিনি ফুটবলারের পর কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন। ১৯৯০ বিশ্বকাপে মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বেকেনবাওয়ারের কোচিংয়ে খেলা জার্মানি।