
স্পোর্টস ডেস্ক :বেলেঘাটা বালকবৃন্দ ক্লাবের শতবার্ষিকী ফুটবল জার্সির উদ্বোধন করলেন দ্রোণাচার্য কোচ সৈয়দ নঈমুদ্দিন। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ফুটবল দলের তিন প্রাক্তন দীপেন্দু বিশ্বাস, ষষ্ঠী দুলে ও রঞ্জন দে। ছিলেন বিশিষ্ট কোচ সুব্রত ভট্টাচার্য ( জুনিয়র)। বেলেঘাটা বালকবৃন্দ ক্লাবের সঙ্গে এ বার চুক্তিবদ্ধ হয়েছে সোনারপুরের ডায়নামিক ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাকাডেমি। বর্তমানে সেই অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর পদে আছেন রঞ্জন দে। বেলেঘাটার এই ক্লাব কলকাতা ফুটবল লিগে পঞ্চম ডিভিশনের এ গ্রুপে খেলবে।