
তামসী রায় প্রধান,ওঙ্কার বাংলাঃ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য ঘিরে চাঞ্চল্য। তৃণমূলের একাধিক সাংসদ, নেতানেত্রী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে অধীরকে বলতে শোন গেছে, তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়াও ভাল। কিন্তু সত্যিটা কি, কি বলছে অধীর শিবির। ওঙ্কারের বিশেষ প্রতিবেদন।
প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর একটি ভিডিয়ো ক্লিপিং প্রকাশ করেছে তৃণমূলের একাধিক সাংসদ, নেতানেত্রী। আট সেকেন্ডের সেই ভিডিয়ো ক্লিপিং শোনা গিয়েছে, অধীর চৌধুরী এক নির্বাচনী সভায় বলছেন, তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়াও ভাল।
বাংলায় বিজেপি-বাম-কংগ্রেস যোগসাজসের দাবি বারবার সামনে এনেছে তৃণমূল। প্রায় সব কয়েকটি নির্বাচনী সভায় এই অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, উত্তর মালদার নির্বাচনী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অধীর চৌধুরী বলছেন, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো।
কিন্তু তৃণমূলের অভিযোগ কে নস্যাৎ করল প্রদেশ কংগ্রেস। অধীর শিবিরও একটি প্রকাশ করেছে, যে ভিডিও তে দেখা গিয়েছে, জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে অধীরের সভা। সভায় ছিলেন সিপিআইএম’র রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিম। সব মিলে অধীর চৌধুরীর বক্তব্য নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। যদিও তৃণমূল বা কংগ্রেস শেয়ার করা ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।