
ওঙ্কার ডেস্কঃ আলিপুরদুয়ার জেলায় বন্ধ ৯ টি চা বাগান, যার জেরে সংকটে প্রায় ১০ হাজার চা শ্রমিক।রায়মাটাং ও কালচিনি চা বাগানে গিয়ে দেখা গেল শ্রমিকেদের দুর্দশার চিত্র।তারা জানান তারা যেমন কাজ করেন তেমনই করছেন কিন্তু পাচ্ছেন না বেতন যার জেরে চরম কস্টে দিন কাটাচ্ছেন তারা।সরকারের কাছে তাদের আর্জি যাতে খুব শীঘ্রই চা বাগান গুলি খোলার ব্যবস্থা করা হয়। এদিকে বন্ধ চাবাগানের জন্য রাজ্য সরকার এস ও পি নোটিফিকেশন জারি করেছে।কোন বাগান ৩ মাস বন্ধ থাকলে তার লিজ বাতিল করে অন্য কাউকে দেওয়া হতে পারে।যদিও এখন ও কেউ আবেদন করেনি সেই লিজ নেওয়ার জন্য। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান এস ও পি করা হয়েছে কিন্তু এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার তাই সমস্যার সমাধান হতে সময় লাগবে। অবশ্য বিজেপির বি ডব্লিউ ইউ নেতা রাজেশ বার্লা জানান, ‘এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ ভাবে দায়ী রাজ্য সরকার।’ ২০২৬শে ভোটের আগে যদি চা বাগান গুলি খোলা না হয় তাহলে তার ছাপ পড়বে ভোট বাক্সে তাই এখন দেখার ৯ টি বন্ধ চাবাগান খোলার জন্য কি উদ্যেগ নেয় রাজ্য সরকার।
ভিডিও দেখুন-