
ওঙ্কার ডেস্কঃ ফের গতির বলি তিন যুবক। নদীয়ার ১২ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো তিন যুবকের। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, নদীয়ার বিরহী পাঁচপোতা থেকে শিমুরালি মোল্লাপাড়াতে এক অনুষ্ঠানে মোটর বাইকে এসেছিল তিন যুবক। অনুষ্ঠান শেষে রাত্রি সাড়ে বারোটা নাগাদ মোল্লাপাড়া থেকে বিরহী ফেরার পথে যাত্রাপুর মোড়ের কাছে মোটরসাইকেল ফ্লিপ কেটে ছিটকে পড়ে তারা। সেইসময়ই পিছন দিক থেকে আরেকটি গাড়ি এসে তিনজনকেই পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের, একজনকে তড়িঘড়ি কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। ঘটনাস্থলে যে দুজন যুবক মারা যায় তাদের নাম ওয়াসিম মন্ডল(২৪) ও জনেক শেখ বয়স (১৮)। কল্যানী জেএনএম হাসপাতালে মারা যায় তার নাম শেখ শরিফুল, বয়স ২০। এদের প্রত্যেকেরই বাড়ি বিরহী পাঁচপোতা যা হরিণঘাটা থানার অন্তর্গত। শুক্রবার তিনটি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।বারবার জাতীয় সড়কে এমন দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে জাতীয় সড়কের উপর নিরাপত্তা নিয়ে।ওঙ্কার ডেস্কঃ ফের গতির বলি তিন যুবক। নদীয়ার ১২ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো তিন যুবকের। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, নদীয়ার বিরহী পাঁচপোতা থেকে শিমুরালি মোল্লাপাড়াতে এক অনুষ্ঠানে মোটর বাইকে এসেছিল তিন যুবক। অনুষ্ঠান শেষে রাত্রি সাড়ে বারোটা নাগাদ মোল্লাপাড়া থেকে বিরহী ফেরার পথে যাত্রাপুর মোড়ের কাছে মোটরসাইকেল ফ্লিপ কেটে ছিটকে পড়ে তারা। সেইসময়ই পিছন দিক থেকে আরেকটি গাড়ি এসে তিনজনকেই পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের, একজনকে তড়িঘড়ি কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। ঘটনাস্থলে যে দুজন যুবক মারা যায় তাদের নাম ওয়াসিম মন্ডল(২৪) ও জনেক শেখ বয়স (১৮)। কল্যানী জেএনএম হাসপাতালে মারা যায় তার নাম শেখ শরিফুল, বয়স ২০। এদের প্রত্যেকেরই বাড়ি বিরহী পাঁচপোতা যা হরিণঘাটা থানার অন্তর্গত। শুক্রবার তিনটি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।বারবার জাতীয় সড়কে এমন দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে জাতীয় সড়কের উপর নিরাপত্তা নিয়ে।