
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগণা : ছোট বয়সের বিভিন্ন উৎসব ও আনন্দের সঙ্গে জড়িয়ে রয়েছে ঘুড়ি ওড়ানোর স্মৃতি। আগের মতো না হলেও ,সেই ঘুড়ি ওড়ানোর চল এখনও রয়ে গিয়েছে , কিন্তু চিনে মানজার জন্য এখন সেই মজাই হয়ে উঠছে সাজা। একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে চিনা মাঞ্জার সুতোতে, এমনকি প্রাণও হারায় বহু মানুষ।বিশ্বকর্মা পুজো থেকে পৌষসংক্রান্তি ঘুড়ির লড়াইয়ের এখন বড় ভরসা চিনা মাঞ্জা। বিপদ বুঝে প্রশাসন প্রচার চালালেও দুর্ঘটনা এড়ানো যায় না। নিষিদ্ধ থাকা সত্তেও ঘুড়ি প্রেমীদের মধ্যে চিনা মাঞ্জার চাহিদা ব্যাপক হারে থাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে ঘুড়ি ব্যবসায়ীরা। এক ঘুড়ি ব্যবসায়ী জানান, ঘুড়ির সুতো গাছের ডালে আটকে দুর্ঘটনা ঘটছে নাক, কান ও আঙুল কেটে জখম হচ্ছেন অনেকে,এমনকি বহু পাখির ডানা কাটা পড়ছে। ঘুড়ি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ তারা চাইছেননা চিনা মাঞ্জার সুতো কেউ ব্যাবহার করুক, কিন্তু চাহিদার কারণে অন্য কোনও বিকল্পও নেই তাদের হাতে। একটা সময় ঘুড়ি প্রেমীরা বাজার থেকে সুতো কিনে দেশীয় পদ্ধতিতে কাঁচ গুড়ো করে বিভিন্ন আঠার সংমিশ্রণে সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতো এবং ঘুড়ির লড়াই চলত ঘণ্টার পর ঘণ্টা, কিন্তু বর্তমানে চিনা মাঞ্জার দাপটে সেই পদ্ধতি বিলুপ্ত হতে চলেছে।
ভিডিও দেখুন-