
স্পোর্টস ডেস্ক :—মঙ্গলবার শুরু হল বেঙ্গল প্রো লিগ। মঙ্গলবার ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মন্ডস। অর্থাৎ মনোজ তিওয়ারি বনাম আকাশ দীপে ম্যাচ । উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নানা চমক। ম্যাচ ৭ টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান শুরু ৫. ৩০ মিনিটে।ছিল বলিউড আর টলিউডের মিশ্রণ জিৎ-রুক্মিণী যেমন পারফরমেন্স করেন । তেমনই ছিলেন বলিউডের নুসরত ভারুচাও। এদিন মুক্তি পেলো লিগের থিম সংও । ছেলেদের মেয়েদের আট দলের অধিনায়কদের সংবর্ধনা দেওয়া হয়। তারপর তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। লিগে টসের জন্য বিশেষ কয়েন করা হয়েছে। ছেলেদের ম্যাচে খোদাই করা থাকবে সৌরভ গাঙ্গুলির মুখ, এবং মেয়েদের ম্যাচে ঝুলন গোস্বামীর। এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন,’অবশেষে আমরা এই টুর্নামেন্টটা শুরু করতে পারছি। এরথেকে আনন্দের কিছুই হতে পারে না। আশা করছি এই লিগ সফল হবে। আর এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের খেলোয়াড়রা উঠে আসবে।’