
স্পোর্টস ডেস্ক :বেঙ্গল প্রো টি২০ লিগের ট্রফি উন্মোচন হয়ে গেলো। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে বসেছিল চাঁদের হাট। ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর হাতে হয়ে গেলো ট্রফি উন্মোচন। ৮ টি দলের কর্ণধাররা যেমন ছিলেন তেমনই হাজির ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলা কোচ লক্ষীরতন শুক্লারা। এদিন সৌরভ জানালেন,’এটা ক্রিকেটের নতুন যুগ। আমরা বিশেষ কিছুর সাক্ষী থাকার জন্য প্রস্তুত হচ্ছি। টি-২০ ক্রিকেট প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। বেঙ্গল প্রো টি-২০ লিগ ভবিষ্যতে বাংলার ক্রিকেটকে সাহায্য করবে। আশা করছি ছেলে এবং মেয়ে ক্রিকেটাররা এই লিগ থেকে উপকৃত হবে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়েছিল, তখন কেউ জানত না এর ভবিষ্যত কী হবে। কিন্তু এখন বিশ্বের সেরা লিগের মধ্যে অন্যতম। আইপিএল যেভাবে এগিয়ে যাচ্ছে, শুধু সল্ট, রাসেল, রিঙ্কু নয়, আশা করছি বাংলার ক্রিকেটাররাও ভবিষ্যতে আইপিএল খেলবে। কলকাতায় খেলবে। সবার জন্য শুভেচ্ছা রইল।”এছাড়া ঝুলন গোস্বামী বললেন,’বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য মুখিয়ে রয়েছি। ভারতের মহিলা ক্রিকেট দলে ধারাবাহিক ভাবে বাংলার অবদান রয়েছে। বাংলার অনেকেই জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে। এই লিগের সৌজন্যে ভারতীয় দলে বাংলার প্লেয়ারদের সংখ্যা আগামীতে আরও বাড়বে, আমি নিশ্চিত। এমন একটা দুর্দান্ত উদ্যোগের জন্য সিএবিকে সাধুবাদ জানাতে চাই।’ আগামী ১১ থেকে ২৮জুন চলবে টুর্নামেন্ট। ইডেন আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হবে ম্যাচগুলো।