
স্পোর্টস ডেস্ক :- মঙ্গলবার শুরু হচ্ছে বেঙ্গল প্রো লিগ। মঙ্গলবার ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মন্ডস। অর্থাৎ মনোজ তিওয়ারি বনাম আকাশ দীপে ম্যাচ । এছাড়াও থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে নানা চমক। ম্যাচ ৭ টায় শুরু তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু ৫. ৩০ মিনিটে।থাকছে বলিউড আর টলিউডের মিশ্রণ জিৎ-রুক্মিণী যেমন পারফরমেন্স করবেন । তেমনই থাকবেন বলিউডের নুসরত ভারুচাও। এদিন মুক্তি পাবে লিগের থিম সংও । ছেলেদের মেয়েদের আট দলের অধিনায়কদের সংবর্ধনা দেওয়া হবে । তারপর তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান। লিগে টসের জন্য বিশেষ কয়েন করা হয়েছে। ছেলেদের ম্যাচে খোদাই করা থাকবে সৌরভ গাঙ্গুলির মুখ, এবং মেয়েদের ম্যাচে ঝুলন গোস্বামীর। বুধবার শুরু মেয়েদের ম্যাচ।ম্যাচগুলো দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে ও জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার ও অনলাইন স্ট্রিমিং।এ