
জয়ন্ত সাহা, আসানসোল: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক আর এই অলিম্পিক গেমসে ভারতের হয়ে রাইফেল শুটিংয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে আসানসোলের বাসিন্দা ক্লাস টুয়েলভের ছাত্র অভিনব সাউ। ইতিমধ্যেই জাতীয় স্তরে বিভিন্ন পদকের সাথে আন্তর্জাতিক স্তরে বারোটি পদক অর্জন করেছে সে। ২০১৮ সালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম প্রতিযোগী হিসাবে পদক অর্জন করে। ২০১৯ সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসেও সাফল্য অর্জন করে। এরপর ২০২২ সালে ভারতীয় জাতীয় দলে সুযোগ পায় অভিনব। ঠিক তার পরেই জুনিয়ার ওয়ার্ল্ড কাপে জার্মানিতে সিলভার পদক ও সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক আসে তার ঝুলিতে।
অভিনবের বাবা রুপেস সাউ বলেন, ছোট থেকে তারও ইচ্ছে ছিল রাইফেল শুটিং করার কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। কিন্তু তিনি তার স্বপ্ন তার ছেলের মাধ্যমেই পূরণ করতে চান। বর্তমানে অভিনব আসানসোলের রাইফেল ক্লাবের অনুশীলন করেন এইখানেই তার রাইফেল শুটিংয়ের হাতে খড়ি হয়।
ভিডিও দেখুন-