
স্পোর্টস ডেস্ক :রঞ্জির প্রথম ম্যাচেই টার্গেট ছিল ৬ পয়েন্ট। সেইমতো জয়ের জন্য ঝুঁকিও নিয়েছিল বাংলা দল। কিন্তু উত্তর প্রদেশের বিরুদ্ধে তিন পয়েন্টের বেশি এল না বাংলার। বাংলার জোড়া সেঞ্চুরিতেও উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রইল অনুষ্টুপ মজুমদাররা। বাংলার ৩১১ রানের জবাবে প্রথম ইনিংসে উত্তর প্রদেশ তোলে ২৯২ রান। দ্বিতীয় ইনিংসে বাংলা ডিক্লেয়ার করে ৩ উইকেট হারিয়ে ২৫৪ রানে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে ইউপি। প্রথম ইনিংসে বাংলার হয়ে সেঞ্চুরি করেন সুদীপ চট্টোপাধ্যায় (১১৬)। ৯০-এর ঘরে গিয়ে আউট হন সুদীপ ঘরামি। দ্বিতীয় ইনিংসে অভিমন্যু ঈশ্বরণ ১২৭ রানে অপরাজিত থাকেন। সুদীপ চট্টোপাধ্যায় মাত্র ৭ রানের জন্য দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিটা মিস করেন। বাংলা বল হাতে চতুর্থ ইনিংসে দাপট দেখালেও প্রিয়ম গর্গের অপরাজিত সেঞ্চুরিতে হার বাঁচিয়ে ফেলে উত্তর প্রদেশ। দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র হয়ে যায়।
বাংলার কোচ লক্ষীরতন শুক্লা বললেন,অভিমন্যু দারুণ ছন্দে। পরপর চারটি প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করল। দলীপ ট্রফি, ইরানি কাপে দারুণ খেলে এসেছে। আমি অবশ্য রঞ্জি ট্রফিতে ওর পারফরম্যান্স নিয়েই বেশি খুশি। বাংলার হয়ে আগেও ভাল খেলেছে। ও একটা পদ্ধতির মধ্যে রয়েছে। যে কারণে এত ধারাবাহিকভাবে রান করছে। এরপরেও কেন ভারতীয় দলে ও ডাক পাচ্ছে না, আমি ভেবে পাচ্ছি না। অবিলম্বে জাতীয় দলে ডাকা উচিত। জাতীয় নির্বাচকদের উচিত ওকে নিয়ে যত্নশীল হওয়া। আমরা পরের ম্যাচে ৬ পয়েন্ট পেতে ঝাঁপাব।