
ওঙ্কার ডেস্ক:স্বাধীনতার রাতে বাংলার মেয়েদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখল বাংলা। দলমত নির্বিশেষে, রাজনৈতিক রঙ না দেখে মিছিলে পা মেলালো, আট থেকে আশি সব বয়সের মেয়েরাই। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে কলকাতা সহ বাংলার প্রায় সব রাজপথের দখল নেয় মহিলারা। টালি থেকে টালিগঞ্জ ,বনগাঁ থেকে বেহালা সর্বত্রই দেখা গেল একই ছবি। হাজারে হাজারে মেয়েরা রাস্তায় নেমে, মোমবাতি-মশাল হাতে প্রতিবাদে সামিল হয়।
। স্বাধীনতা দিবসের রাতে বাংলা জুড়ে মেয়েদের পথ দখলের এই নজিরবিহীন চিত্র অবিস্মরণীয় হয়ে থাকলো বঙ্গবাসীর কাছে। আরজি করে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিলো বাংলায়। এই ঘটনার একটি ঐতিহাসিক প্রতিবাদ জানাতে চেয়েছিলেন বাংলার মা ও বোনেরা।আর তারই প্রতিফলন দেখা গেল বুধবার রাতে। যেন গণজাগরণ ঘটল এ রাজ্যে।
শ্যামবাজার থেকে শ্রীরামপুর, বালি থেকে বেহালা, সর্বত্রই স্বতস্ফূর্ত প্রতিবাদ দেখা গেল এ বাংলায়। আরজি করকাণ্ডের প্রতিবাদে নেমে মোমবাতি-মশাল হাতে দেখা গেল অসংখ্য নারীকে।
সকলের মুখে ছিল একটি স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’ ।