
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: প্রয়াত হলেন চিত্র পরিচালক অরুণ রায়। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন ক্যানসারে। সম্প্রতি ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালেই সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। অরুণ রায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।
অসুস্থ শরীর নিয়ে বাঘাযতীন ছবির শ্যুটিং করেছেন অরুণ রায়। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি ছবির কাজ করেছেন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, তাঁর কেমোথেরাপির প্রয়োজন। তবে শারীরিক অবস্থার কারণে তা দেওয়া সম্ভব হয়নি। নিয়ম মেনে চললেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন অরুণ রায়। কমে গিয়েছিল দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে, দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে ফুসফুসে। গত ২১ ডিসেম্বর থেকে আরজি করে ভর্তি ছিলেন তিনি।
আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ অভিনীত ছবি ‘হীরালাল’-এর পরিচালনা করেছেন অরুণ রায়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা ডাক্তার কিঞ্জল। বাংলা ছবির পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ টালিগঞ্জের কলাকুশলীরা।