
বাবলু প্রামানিক, গঙ্গাসাগরঃ ক্ষুধার টান এমনই যে পাপ,পূণ্য নিয়ে আলোচনা সেখানে অর্থ হীন । লক্ষ লক্ষ মানুষ যখন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্য অর্জনের জন্য গঙ্গাসাগরে এসেছেন, তখন ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে শুধুই অর্থ উপার্জনের জন্য এসেছে দুই নাবালক। কিভাবে অর্থ উপার্জন করে এই দুই নাবালক? জানা গেছে তীর্থযাত্রীরা পুণ্যতা অর্জনের জন্য ডুব দেন গঙ্গাসাগরের , সঙ্গে এক দুই টাকাও নিবেদন করেন মা গঙ্গাকে। কিন্তু সেইসব টাকাই চুম্বকের মাধ্যমে তুলে নেয় অমর ও গোপালের মতন ছোট্ট নাবালকেরা। জানা গেছে
অমর ও গোপাল প্রায় ৩০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে একা পাড়ি দিয়েছিলো গঙ্গাসাগর। মনে ছিলনা কোনও ভয় ,শুধুই পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার তাগিদ। তাদের কথায়, দিনে ৩০০ থেকে ৪০০ টাকা তাদের রোজগার। গঙ্গাসাগরের সাতদিন হয় কিছু বাড়তি উপার্জন। সংসারের ভার কাঁধে নিতে নিতে সুযোগ হয়নি পড়াশোনার।তাই এখন এভাবেই অর্থ উপার্জন করে তারা। এভাবেই লক্ষ লক্ষ ভক্তেরদেওয়া ঈশ্বরের উদ্দেশ্যে টাকা চলে যায় অমর ও গোপালদের ঝুলিতে। তাই বলাই যায় ছোট্ট দুই নাবালকের সংসার চালান একমাত্র ভগবান।
ভিডিও দেখুন-