
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ ক্যানিং,নদীয়া, উত্তর দিনাজপুর,মালদহের পর জলপাইগুড়ি।শনিবার ফের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার সাত বাংলাদেশী নাগরিক। অভিযুক্তদের গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।ধৃতদের মধ্যে রয়েছে এক মহিলা ও এক কিশোর।হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করছিল সাত অনুপ্রবেশকারী। তখনই পুলিশ গ্রেফতার করে তাদের, ধৃত সাতজনকেই আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে।শনিবার বিজেপির সংবিধান গৌরভ অভিযান অনুষ্ঠানে কেন্দ্রিয় প্রতিমন্ত্রী বনোয়ারি লাল ভার্মা অনুপ্রবেশের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কে আক্রমণ করে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়া বন্ধ করুন , ওদের অনুপ্রবেশের চাপে আমাদের দেশের নাগরিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শুক্রবার রাতেই রায়গঞ্জে পুলিশের এনকাউন্টারে খতম হয়েছে বাংলাদেশী জঙ্গি, কিন্তু তাতেও কমছে না বাংলাদেশী অনুপ্রবেশ। এই অবস্থায় অনুপ্রবেশ রুখতে কি পদক্ষেপ নেয় বাংলার পুলিশ ও বিএসএফ সেদিকেই নজর রয়েছে ভারতবাসীর