
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতাঃ আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারী কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) ২০২৫। নবান্ন সুত্রে খবর, এবারের বিজনেস সামিটে আসছেন ভূটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে হওয়ায় এবারের বিজিবিএস পশ্চিমবঙ্গের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ২২টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি পর্যালোচনা করতে একটি বৈঠক করেছেন মুখ্য সচিবের সাথে। এই বিষয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকেরা বলেছেন যে এই বছর কোনও নির্দিষ্ট অঞ্চলকে থিম হিসাবে বেছে নেওয়া হচ্ছে না, বরং শিল্প এবং বাণিজ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করা হচ্ছে। ডব্লিউবিআইডিসির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ নীতিও ঘোষণা করা হতে পারে। তিনি বলেন, এবার বিনিয়োগকারীদের জন্য বড় চমক অপেক্ষা করছে।
সোমবার মন্ত্রীসভার বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিভাগের আমলাদের বিএসবিজির শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, শুধু দেশের বড় শিল্পপতিরাই নয়, বিদেশের অনেক বড় শিল্পপতিরাও এবার বিজিবিএসে যোগ দেবেন এবং এখানে শিল্প স্থাপনের পরিকল্পনা ঘোষণা করবেন। সূত্রের খবর, এশিয়া মহাদেশের পাশাপাশি ইউরোপের অনেক বড় কোম্পানি বিজিবিএসে অংশ নেবে, যার প্রস্তুতি চলছে এখন জোরকদমে।