
শঙ্কু কর্মকার, ওঙ্কার বাংলা: মহাসমারোহে বিদ্যেশ্বরী সতীপীঠে পুজো দিলেন ভক্তরা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়ায় পাঁচ দিনব্যাপী যজ্ঞের আয়োজন করা হয়েছে। মাঘী পূর্ণিমার তিথি উপলক্ষে মা অম্বিকা ও ভৈরব বাবা রামেশ্বরের পুজো ঘিরে ঢল নেমেছে ভক্তদের। স্থানীয়দের দাবি, আত্রাই নদীর পূর্বপাড়ে দেবীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল পতিত হয়েছিল। দীর্ঘদিন এই সতীপীঠের সন্ধান না মিললেও ২০২১ সালে এক ব্যক্তির স্বপ্নাদেশের ভিত্তিতে ধাদলপাড়ার একটি পুরনো মন্দির চিহ্নিত করা হয়। স্থানীয়দের বিশ্বাস, সেখানেই বিদ্যেশ্বরী মায়ের অধিষ্ঠান।
মন্দির কমিটির সম্পাদক বিপ্লব মণ্ডল জানান, প্রতি বছর মাঘী পূর্ণিমায় এখানে বিশেষ পুজো হয়। সম্প্রতি আশপাশের এলাকায় মাটি খুঁড়ে বেশ কয়েকটি প্রাচীন শিবলিঙ্গ পাওয়া গেছে, যা পুনঃপ্রতিষ্ঠিত করে পুজো করা হচ্ছে। ভক্তদের বিশ্বাস, হারিয়ে যাওয়া সতীপীঠের মহিমা আবারও প্রকাশ পাচ্ছে বিদ্যেশ্বরী সতীপীঠের মাধ্যমে। অন্যদিকে পুজো ঘিরে স্থানীয় এলাকা থেকে তো বটেই, ভিন জেলা থেকেও মানুষজন আসছেন মায়ের মন্দিরে। বিশেষ পুজোতে সামিল হচ্ছেন পুণ্যার্থীরা।
ভিডিও দেখুন-