
সুরজিত দাস, নদীয়াঃ শিশুদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে ও শিশু শ্রম কে বন্ধ করতে নদিয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও পুলিশের যৌথ উদ্যোগে নদীয়ার কৃষ্ণনগর শহরের আনাচে-কানাচে শুরু হল এক বিশেষ অভিযান। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত দোকানগুলিতে শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে সেই সমস্ত দোকান থেকে শিশুকে উদ্ধার করা হয়, এবং পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয় দোকান মালিকদের। পুলিশকে দেখে অভিযুক্ত দোকানদারদের অধিকাংশই অস্বীকার করেন অভিযোগ। তারা সবাই দাবি করেন, তারা কেউ শিশুকে রাখেন না ,যে শিশুদের উদ্ধার করা হয়েছে তারা এমনি দোকাণে ছিল । এ প্রসঙ্গে কৃষ্ণনগর জয়েন্ট লেবার কমিশনার সৌম্যনীল সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন এখন থেকে শিশুশ্রম যদি বন্ধ না হয়, তাহলে প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাল্য বয়সে স্কুলে যাওয়া ভীষণ প্রয়োজন ,কিন্তু শিশুশ্রমের জন্য শিক্ষার প্রথম পাতাটিও খোলা হচ্ছেনা তাদের। পুলিশ সূত্রে আরও জানা গেছে, শিশুদের পরিবারের সাথে কথা বলা হবে। এবং তারা যাতে স্কুলে গিয়ে ঠিকমতো নিজের জীবন গঠন করতে পারে তাঁর জন্য সবরকমের সাহায্য করবে প্রশাসন।
ভিডিও দেখুন-