
সূর্যজ্যোতি পাল,কোচবিহার: দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সঙ্গে বি এস এফের সংঘর্ষ,আহত বেশ কয়েকজন । সূত্র মারফত জানা গেছে গিতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমানায় যখন বিএসএফের তিন নং ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানরা, পাহারা দিচ্ছিলেন। তখনই তারা দেখতে পান সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকছে কয়েকজন বাংলাদেশী চোরাশিকারী । সঙ্গে সঙ্গে বিএসএফ তাদেরকে তাড়া করলে, তারা বিএসএফের উপর চড়াও হয়। এরপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু পক্ষ। এই ঘটনায় চার থেকে পাঁচজন বি এস এফ আহত হয়েছেন বলে জানা গেছে।তবে এই বিষয়ে বিএসএফের তরফ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই এলাকায় টহল দিয়েছেন দিনহাটা থানার পুলিশ আধিকারিকেরা।এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।