
ওঙ্কার ডেস্কঃ ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ডি বাপি’র মালিক অনির্বাণ দাসকে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। মধ্যমগ্রামেও রয়েছে ডি বাপির আরেকটি শাখা এবং সেখানেই থাকেন অনির্বাণ দাস। বাড়িওয়ালার সঙ্গে প্রথমে চুক্তি সংক্রান্ত বচসায় জড়িয়ে পড়ে সে, পরে তার লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়ে বাড়ির মালিককে ভয় দেখায় বলে জানা গেছে। পরে তাঁর নামে মধ্যমগ্রাম থানায় অভিযোগ করেন ওই বাড়ি মালিক। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ।
অনির্বাণ দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর ওয়ার্ডের সদস্য। মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানান, এটা দলীয় কোন ব্যাপার নয় তাও আমি খোঁজ নিয়ে দেখব, যদি কাউকে গায়ে হাত তুলে থাকে অনির্বাণ তাহলে এটা অন্যায়, আইন আইনের মতো ব্যবস্থা নেবে। বুধবার তাকে বারাসাত আদলতে তোলা হলে তাকে ১০ দিনে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
ভিডিও দেখুন-