
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছতে চায় নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী মন্ডল। এ বছর সে মাধ্যমিক পরীক্ষা দিছে। কিন্তু
হাঁটাচলা তো দূরের কথা তমশ্রী ঠিকমত দাঁড়াতেও পারে না। তাই মা ও বাবার কোলে চেপেই স্কুলে পরীক্ষা দিছে সে। ১০০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণে তার শারীরিক নানান সমস্যা রয়েছে। তার বর্তমান উচ্চতা আড়াই ফুট। শরীরের হাড়ের গঠন বৃদ্ধি হয়নি। মূলত হাড়ে ক্যালসিয়াম না থাকার কারণে শারীরিক নানান সমস্যা রয়েছে। কিন্তু সব সমস্যাই যেন তার কাছে হার মেনে নিয়েছে। মঙ্গলবার ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার আগে হাসি মুখে তমশ্রী জানায়, “টেনশন থাকলেও, পরীক্ষা দিতে যাওয়ার আনন্দটা সবচেয়ে বেশি মনের মধ্যে রয়েছে।”
জানা গিয়েছে, তমশ্রী নামখানার নারায়নীতলা ধনেশ্বর শিক্ষা সদনের ছাত্রী। বাবা তরুণ মন্ডল পেশায় একজন রাজমিস্ত্রি। মা গৃহবধূ। অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তার লক্ষ্য উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। সেই মতো লড়াই চালিয়ে যাচ্ছে সে।
ভিডিও দেখুন-