
প্রশান্ত কুমার দাস, মালদা: দীর্ঘ আট বছর ধরে বন্ধ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। যার ফলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও শংসাপত্র পাচ্ছেন না পড়ুয়ারা। যার জেরে উচ্চ শিক্ষা বা চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। এমনকি প্রভেশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাতে হচ্ছে পড়ুয়াদের। যার মেয়াদ মাত্র ছয় মাস। ফলে বারবার বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে গৌড়বঙ্গ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের। বারবার উপাচার্য বা রেজিস্টার কে বলেও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশ্বজিৎ দাস। রাজভবন থেকে অনুমতি না মেলায় এই সমস্যা, দাবি রেজিস্টারের।
এদিকে শাসকদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছেন রাজ্যপাল। তাই সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন মিলছে না। বিজেপির স্থানীয় নেতৃত্ব অবশ্য দাবি করেছে, সমাবর্তন অনুষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাই এই অনুষ্ঠান দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এখন আচার্যের ঘাড়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে।