
তাপস ঘোষ, মুর্শিদাবাদঃ শনিবার সাধারণতন্ত্র দিবসের আগে পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করেছে ভারত সরকার। সেই তালিকায় নাম আছে নয়জন বাঙালির। তাঁর মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ।
কেন্দ্র সরকারের পদ্মশ্রী খেতাব পাওয়ার পর রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন কার্তিক মহারাজ। রবিবার বেলডাঙার আশ্রমে বসে তিনি বলেন, ভারতবর্ষের রাজনীতির যা অবস্থা তাতে সন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। সেক্ষেত্রে কোন দলের নাম না করে তিনি বলেন, যে দল ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করবে, সনাতনীদের পাশে থাকবে তাদের পাশেই থাকব। তাহলে কী কার্তিক মহারাজ এবার মমতা ব্যানার্জীকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপিতে আসার ইঙ্গিত দিলেন? শুরু হয়েছে জল্পনা।
কার্তিক মহারাজ বিভিন্ন সময় রাজনীতির আঙ্গিনায় আলোচ্য হয়ে উঠেছেন। মুর্শিদাবাদ জেলার তৎকালীন পুলিশ সুপার হুমায়ুন কবীরও কার্তিক মহারাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বহুবার। পাশাপাশি এই জেলার বিধায়ক আর এক বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কার্তিক মহারাজকে ভাগীরথী নদীতে কেটে ভাসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।
এদিন কার্তিক মহারাজ বলেন, ‘এখনকার রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। সন্যাসিদের অনেকে পিছন থেকে রাজনীতি করেছেন। রাজনীতি হল সব থেকে বড় নীতি। কিন্তু এখন রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। একজন বলছেন আমরা ৭০ শতাংশ। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। একজন বলছেন সংখ্যা বাড়াও। সনাতনীদের রক্ষার জন্য সন্যাসিদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে যে দল দেশের সংবিধান রক্ষা করবে সনাতনীদের পাশে দাঁড়াবে আমি তাদের পাশে থাকব।
ভিডিও দেখুন-