
জয়ন্ত সাহা, আসানসোলঃ টানা তিনটি ম্যাচে হারের পর ইস্টবেঙ্গল এখন পয়েন্ট টেবিলের একদম তলানিতে।এই মরসুমে টানা ছয় ছয়টি ম্যাচ হেরেছে তারা। এমন হতাশাজনক পরিস্থিতিতে শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে হারলে লিগের দৌড় থেকে ছিটকে যাবে তারা। কেরালা ব্লাস্টার্স বর্তমানে ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে এগারো নম্বরে।
অন্যদিকে, কেরালা ব্লাস্টার্স এফসি তাদের চার ম্যাচে হারের খরা কাটিয়ে গত ৫ জানুয়ারি পাঞ্জাব এফসির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে। লাল হলুদ কোচ অস্কার ব্রুজো বলেন, ‘আমরা আক্রমনাত্মক ফুটবল খেলছি। কিন্তু সেট পিসে গোল হজম করছি। আমি নির্দিষ্ট কোনও প্লেয়ারের ওপর দায় চাপাতে চাই না। আমাদের ক্রস, সেন্টারের সংখ্যা দেখলেই বোঝা যাবে। বিপক্ষ ৩-৪ টে সুযোগ পেলেই গোল করে দিচ্ছে। কিন্তু আমরা আধিপত্য বিস্তার করেও বক্সে সাফল্য পাচ্ছি না। দিমিকে নিয়ে খুশি না হলে ওকে দলের বাইরে রাখতাম। নভেম্বর, ডিসেম্বরে সে ভাল খেলছিল। কাল ওর পুরোনো দলের বিরুদ্ধে ম্যাচ। আত্মবিশ্বাসে ফুটছে। গোলে ফিরতে সে মরিয়াও।
ভিডিও দেখুন-