
ওঙ্কার ডেস্কঃ হাওড়ার বাঁকড়ায় একটি চেয়ার কারখানার ভিতরে বন্ধুর হাতে খুন হল বন্ধু । ঝাড়খণ্ডের শ্রমিক জার্জিস আনসারিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তারই সহকর্মীর সোনু আনসারির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার বাঁকড়া এলাকার মন্ডল পাড়ায় একটি চেয়ার তৈরীর কারখানায় কাজ করতো জার্জিস আনসারী। বৃহস্পতিবার রাতে কাজ করার সোনু ও জর্জিসের বচসা হয় ,তখনই জার্জিস আনসারীকে তাঁর বন্ধু সোনু কুপিয়ে খুন করে বলে অভিযোগ। চেঁচামেচির আওয়াজ শুনে এলাকার লোক ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এক যুবককে। তারপরেই পুলিশ এসে উদ্ধার করে যুবককে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । মৃতের সঙ্গীকে আটক করে জিজ্ঞাসবাদ শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। অপরাধের কথা জেরার মুখে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ।