
সুরজিত দাস, নদীয়াঃ নদীয়ার মাজদিয়া আমবাগানের ভিতর থেকে চারটি লোহার বাঙ্কার উদ্ধারের পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। বাঙ্কারের উদ্ধারের পর থেকেই অনুপ ঘোষ নামে এক স্থানীয় ব্যক্তি সন্দেহজনকভাবেই ঘোরাঘুরি করছিলেন। এবং সাংবাদিকদেরকে দেখে খবর করতে নিষেধ করছিলেন তিনি। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি কোন রকম কথা না বলে পালিয়ে যাচ্ছিলেন, পরবর্তীতে তিনি জানান, “তিনি স্থানীয় বাসিন্দা তিনি শুধুই দেখতে এসেছেন, এবং তিনি সাংবাদিকদের কাছে বাধা দেননি”। পরে তিনি এও দাবি করেন সাংবাদিকরা জোর পুর্বক তার উপর দোষ চাপাচ্ছেন। ঘটনার পর প্রশ্ন সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে কে এই ব্যাক্তি ? তিনি কোন ভাবে এই পাচার চক্রের সাথে যুক্ত নাকি সে নিয়েও নানামহলে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও আসল সত্যি কি তা জানা যাবে সঠিক তদন্তের পর।