
সুরজিত দাস, নদীয়াঃ নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় সুধিররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছে ভারত বাংলাদেশ সীমান্তে বাগানের ভিতর মাটি খুঁড়ে তিনিটি বাঙ্কারের হদিশ পেল বিএসএফ। বাঙ্কারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে লক্ষ লক্ষ টাকার কাপ সিরাপ। ২৬শে জানুয়ারির আগে এইসব গুপ্ত বাঙ্কারের কথা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মধ্যে কয়েকটি লোহার বাঙ্কার পুঁতে রাখা রয়েছে। সেই মতো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী। সেই বাঙ্কার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ নিষিদ্ধ কাপ সিরাপ। এই সিরাপগুলি পাচারকারীরা বাংলাদেশে পাচার করা উদ্দেশ্যে জোগাড় করেছিল বলে ধারণা সীমান্তরক্ষী বাহিনীর। কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ায় এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় পুঁতে রেখেছিল বলে প্রাথমিক অনুমান। বিএসএফ এর পাশাপাশি ঘটনাস্থলে পৌছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তারাও পৃথক ভাবে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখনও অবধি বিএসএফ কিংবা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।