
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজিকর খুন – ধর্ষণ মামলায় শনিবার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। মৃত্যুদন্ড নাকি সাবৎজীবন’ রায় ঘোষণা সোমবার। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করতেই ফের কলকাতা পুলিশের পিঠ চাপড়েছেন কুণাল ঘোষ। তিনি দাবি করেন,’ প্রমাণ হয়ে গেল পুলিশের তদন্তের অভিমুখ সঠিক ছিল।” শিয়ালদহ কোর্টে আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই গর্জে উঠলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাল্টা খোঁচা মারে বিজেপি।আজ ও কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার।অন্যদিকে আদালতে বিচারের বক্তব্য শুনে মুখ খোলেন আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয়। “আমাকে ফাঁসানো হচ্ছে”। কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করে কুণাল বলেন,’সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু বাম, অতিবাম, চিকিৎসকদের একাংশ কুৎসা করছিল।পুলিশের তদন্ত যে সঠিক ছিল আজ আদালতের রায়ে প্রমাণ। এদিকে রায় ঘোষণা হতেই ফের সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, প্রথম থেকেই বলেছি পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল তখন তথ্য-প্রমাণ নষ্টের আশংকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সঠিক তথ্য-প্রমাণ হাতে থাকলে কী হত সেটা বোঝা যাচ্ছে। এই মুহূর্তে তো সেই পরিস্থিতি নেই। তবে আমরা চাইব সঞ্জয় দোষী হলে তার সর্বোচ্চ সাজা হোক ।