
ওঙ্কার ডেস্ক: নীতীশ কুমার রেড্ডির শতরান এবং ওয়াশিংটন সুন্দরের অর্ধশতরান ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিল। তারপরে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং পারফরম্যান্সের ফলে মেলবোর্নে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল। সোমবার ম্যাচের শেষ দিন বাকি দায়িত্ব সামলাতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮, ৩৩৩ রানে এগিয়ে অজিরা। সোমবার ভারতীয় দলের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করা, যাতে টার্গেট আর বাড়াতে না পারে অজিরা।
শনিবার খেলার শেষে ভারতের রান ছিল ৯ উইকেটে ৩৫৮। ছিলেন। রবিবার আরও ১১ রান যোগ করলেন তাঁরা। নাথান লায়নের বলে নীতীশ (১১৪) আউট হতে ৩৬৯ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ১০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিনের শুরুতে প্যাট কামিন্সের দল সুবিধাজনক জায়গায় থাকলেও বেলা গড়াতে দাপটের সাথে ম্যাচের রং বদলে দেন বোলাররা। যশস্বী জয়সওয়াল একাই তিনটি ক্যাচ ফেলেন যশস্বী জয়সওয়াল, নয়তো অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসাও করে ফেলতে পারতেন ভারতীয় বোলাররা। একের পর এক ক্যাচ ফেলার পর যশস্বীর উপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় রোহিতকে। ৪৬ রানে লাবুসেনের ক্যাচ ছাড়ার পর কামিন্সের সাথে ৫৭ রানের পার্টনারশিপের উপর ভর করে ২৫০ রানের লিড টপকে যায় অস্ট্রেলিয়া। যদিও সিরাজের বলে লাবুসেন আউট হওয়ার পর কিছুটা স্বস্তিতে ভারতীয় দল। আগামীকাল সোমবার তাদের প্রধান কাজ হবে তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করা এবং তারপর দলকে জেতানোর প্রধান দায়িত্ব ভারতীয় ব্যাটারদের। কিন্তু চলতি সিরিজে ভারতীয় ব্যাটিং পারফরম্যান্সের যে অবস্থা দেখা গেছে সেই কারণে একদিনের মধ্যে ৩০০-এর বেশি রান তাড়া করে ভারত জিততে পারবে নাকি তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে।