
ওঙ্কার বাংলা ডেস্ক: একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে ১১১ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমে। সাজা শোনানোর পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে জরিমানাও করেছেন বিচারক। জরিমানা না দিতে পারলে দোষী শিক্ষকের সাজার মেয়াদ আরও একবছর বাড়বে।
অভিযোগ, ২০১৯ সালে একাদশ শ্রেণির ছাত্রীকে পড়ানোর নাম করে নিজের বাড়িতে ডেকেছিলেন ওই শিক্ষক। পড়ানোর নাম করে ডেকে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই মুহূর্তের ভিডিও করে নিজের মোবাইলে রেখে দিয়েছিল অভিযুক্ত। একসময় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় সে। এরপর মেয়েটির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পাঁচ বছর ধরে সেই মামলার শুনানি চলছিল। অবশেষে তিরুবনন্তপুরমের ফাস্ট ট্র্যাক আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। ১১১ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। সেইসঙ্গে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।