
নিজেস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে এস ইউ সি আই ছাত্র সংগঠন এ আই ডি এস ও-র এর ডাকে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘট। ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল জেলায় জেলায়। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কলকাতা সহ প্রায় সব জেলাতেই জন জীবন স্বভাবিক।
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে ১২ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। সেই বনধের সমর্থনে দুর্গাপুর নগর নিগম মোড় অবরোধ করে বিক্ষোভে এসইউসিআই কর্মী সমর্থকেরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। অবরোধ তুলতে গেলে গেলে পুলিশের সাথে চলে বচসা। এসইউসিআই কর্মী সমর্থকরা বলেন যতদিন না পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এস ইউ সি আই এর আতুর ঘড় বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বন্ধের প্রভাব পড়েছে। পাথরপ্রতিমা,বারুইপুর, সোনারপুর, গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গায় কিন্তু ফেরি সার্ভিস থেকে ট্রেন চলাচল সব কিছু স্বাভাবিক। শুধু মাত্র জয়নগরে পথ অবরোধ করেন এস সি আই কর্মীরা। জয়নগর বহুর কুলপি রোড বন্ধ ছিল। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা হয় দক্ষিণ বারসাতে।
সকাল থেকেই জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকরা পথে নেমেছেন। কোচবিহারে সকাল সকালই অশান্তি। পুলিশ এসইউসিআই-এর মিছিল আটকালে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বনধ সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। দিনহাটায়ও বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের অশান্তি বাধে। ব্যাপক ধস্তাধস্তি হয় বলে জানা গিয়েছে। মাথাভাঙ্গাতেও বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা হয়।
এক সময়ের তৃণমূলের নির্বাচনী জোট সঙ্গী এস ইউ সি আই দলের ডাকা বনধ সাড়া পড়ল না জলপাইগুড়িতে। স্বাভাবিক ভাবেই চলছে স্কুল, কলেজ, বাজার হাটে। বাজারের মাছ বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পরার মতো। স্বাভাবিক কাজ চলছে চা বাগানে। প্রায় ১০০ শতাংশ চা শ্রমিক কাজে যোগ দিয়েছে।
এস ইউ সি আইয়ের ডাকা সাধারণ ধর্মঘটে, সকালে তেমন কোনো প্রভাব পড়তে দেখা গেল না শিল্পাঞ্চল আসানসোলে।সকাল থেকে আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে স্বাভাবিকভাবে বাস চলাচল করছে। নিত্য কাজে বের হতে দেখা গেছে সাধারণ নিত্যযাত্রীদের। জনজীবন স্বাভাবিক রয়েছে বলে জানাচ্ছেন পথ চলতি মানুষ।
এসইউসিআই ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল বালুরঘাট শহরে। বালুরঘাট সরকারী বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস নিত্যদিনের মতোই গন্তব্যের দিকে রওনা দিয়েছে। বেসরকারি বাস স্ট্যান্ডে অল্প কিছু বাস চললেও বেশিরভাগ বাসের চাকা বন্ধ । রাস্তাঘাটে পর্যাপ্ত টোটো চলাচল করছে। এদিকে বালুরঘাটের সব পাইকারি সবজি বাজার ছিল নিত্য দিনের মতোই খোলা।
এসইউসিআই ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধে আলিপুরদুয়ারে মিশ্র সাড়া পড়েছে। কিছু কিছু দোকানপাট বন্ধ আছে । রাস্তায় যানবাহন চলাচল করছে তবে অন্যদিনের তুলনায় অনেকটাই কম। আলিপুরদুয়ার সাভারি স্ট্যান্ড একদম ফাঁকা। কিছু গাড়ি ইতিমধ্যে ফালাকাটা বারোভিসা এবং কুচবিহারের দিকে রওনা হয়ে গেলেও ফালাকাটা গামী কিছু গাড়িকে আন্দোলনকারীরা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। NBSTC বাস অন্যদিনের মতোই চলাচল করছে।
রায়গঞ্জে বেসরকারি বাস রাস্তায় নেই, টোটো চলছে তবে ভিন্ন চিত্র দেখা গেল রায়গঞ্জ NBSTC তে। ডিপো থেকে গাড়ি বের করার আগে সমস্ত ড্রাইভারদের হেলমেট পড়ে গাড়ি বের করেন ডিপ থেকে। যাত্রী সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেকটাই কম। সরকারি বাস থামিয়ে, যাত্রীদের নামিয়ে দেয় বনধ্ সমর্থকেরা। রাস্তায় বসে প্রতিবাদে সামিল হন এসউসিআই কর্মীরা। মোহনবাটি এলাকায় বনধ্ সমর্থকদের পিকেটিং করেন এবং বাজার বন্ধ করার জন্য বলেন। প্রায় ৯০ শতাংশ দোকান পাট বন্ধ রয়েছে উত্তর দিনাজপুরে।