
ওঙ্কার ডেস্কঃবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম বদলে লেখা হল প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম।২০২৫ সাল থেকে বাংলাদেশে ছোটদের নতুন পাঠ্যবই চালু হচ্ছে, সেখানে দেশের স্বাধীনতা ঘোষণাকারীর নাম পাল্টে লেখা হল বিএনপি নেতা খালেদা জিয়ার স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। ১৯৭১ সালে স্বাধীনতার সময়ে তিনি ছিলেন বাংলাদেশ সেনার মেজর।এতদিন পাঠ্যবইতে লেখা হত, ১৯৭১ সালের ২৬ মার্চ বেতার বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মুজিবর। তারপর পাকিস্তানের সেনার হাতে তিনি গ্রেফতার হন। কিন্তু বাংলাদেশী সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার সেই ইতিহাস বদলে লেখা হয়েছে জিয়াউর রহমানের নাম।
এবার থেকে নতুন সংস্করনে লেখা থাকছে, ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা করেন জিয়াউর রহমান। তারপর ২৭ মার্চ তিনি আরও একবার একই ঘোষণা করেন বঙ্গবন্ধুর তরফ থেকে। সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, পাঠ্যপুস্তকে এবার থেকে ‘জাতির পিতা’ হিসেবে মুজিবের নামও লেখা থাকবে না। ২০১০ সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর চালু হয়েছিল এই পাঠ্যপুস্তকগুলি। কিন্তু ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার আর তারপর এই সিদ্ধান্ত নিলেন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।