
ওঙ্কার বাংলা ডেস্ক: তিন বছর ধরে বারবার একাধিক বিষয়ে ফেল করছিল ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়া উৎকর্ষ ধাকোলে। তাই বাড়ি থেকে তাকে কলেজ বদলে অন্য কলেজে ভর্তি হওয়ার কথা বলে তার মা। আর তার জেরেই বাবা ও মাকে খুন করল ওই পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে নিউ খাসালা এলাকায়। ইতিমধ্যে উৎকর্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর বাবা-মাকে বাড়ির মধ্যে খুন করেছিল অভিযুক্ত যুবক। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বুধবার অর্থাৎ ১ জানুয়ারি ঘটনার কথা জানাজানি হয়। পুলিশি জেরায় অভিযুক্ত যুবক জানায়, ইঞ্জিনিয়ারিংয়ের প্রথমবর্ষ থেকেই বেশ কয়েকটি বিষয়ে ফেল করেছিল উৎকর্ষ। তৃতীয়বর্ষে উঠলেও তিনবারের চেষ্টাতে ফিজিক্সে পাশ করতে পারেনি। আর তাই তার মা ইঞ্জিনিয়ারিং ছেড়ে আইটিআইতে ভর্তি হতে পরামর্শ দেন। শুধু তাই নয়, ছেলে বারবার ফেল করায় তার বাবাও পড়াশোনা ছেড়ে কাজে যোগ দিতে বলেন। আর তাতেই বাবা মায়ের উপর রেগে যায় অভিযুক্ত। মা অরুণা ধাকোলেকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে এবং বাবা লীলাধর ধাকোলেকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে সে।